Nabanna Scholarship

Nabanna Scholarship for the students of Board (WBBSE), Council (WBCHSE) and University of West Bengal, details of eligibility, Frequently Asked Questions (FAQ) and how to apply for Nabanna Scholarship, download Application Form, MLA Recommendation Form and Self-declaration Form for application.
  • বর্তমানে (২০২৩) জানানো হয়েছে, Nabanna Scholarship সম্পূর্ণ Online Application, অনলাইনে আবেদন করলে তা কোন ভাবেই বাতিল বা রিজেক্ট হবে না। Offline Application অর্থাৎ দরখাস্তের মাধ্যমে আবেদন করলে /নবান্ন অফিসে দিয়ে এলে বাতিল /রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি। Online Application এর বিস্তারিত নিম্নে আলোচনা করা হলো-

Nabanna Scholarship


Nabanna Scholarship-এর আবেদন পদ্ধতি, যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র

মেধাবী এবং গরিব দুঃস্থ পড়ুয়াদের আর্থিক সমস্যার কথা ভেবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, ত্রাণ তহবিল থেকে প্রতিবছরের মতো এবছরও ছাত্র-ছাত্রীদের জন্য Scholarship প্রদান করে থাকে। মুখ্যমন্ত্রীর এই ত্রাণ তহবিলের এই Scholarship নবান্ন স্কলারশিপ-Nabanna Scholarship নামে পরিচিত। এই অন্য Scholarship-টির নাম উত্তরকন্যা Scholarship, এই Scholarship-টি উত্তরবঙ্গের জেলাগুলির জন্য। এই বছর যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক উচ্চমাধ্যমিক অথবা কলেজের কোন পরীক্ষায় পাস করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছে, তারা এই মুখ্যমন্ত্রীর Nabanna Scholarship-এর  জন্য আবেদন করতে পারে।

যোগ্য ছাত্রছাত্রীরা Nabanna Scholarship-এর জন্য আবেদন করতে পারে। এই Nabanna Scholarship-এ ছাত্র-ছাত্রীদের প্রতিবছর 10,000 থেকে 20,000 টাকা প্রদান করা হয়। Scholarship-এর পরিমান নির্ভর করে তাদের বর্তমান কোর্সের খরচের উপর।

Nabanna Scholarship-এর প্রয়োজনীয় যোগ্যতা

  •   পরীক্ষার্থীকে অবশ্যই রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে ।
  • শুধুমাত্র পশ্চিমবঙ্গের কোন Board, Council অথবা University থেকে পাস করে, রাজ্যের  কোন School, College অথবা University-তে  ভর্তি হয়েছে তারাই Nabanna Scholarship-এর জন্য যোগ্য।
  • যে সকল ছাত্রছাত্রী মাধ্যমিকে (MP) 65% নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক (HS) কোর্সে ভর্তি হয়েছে অথবা উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার নিয়ে কলেজে ভর্তি হয়েছে অথবা কলেজে 55% নাম্বার নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তারাই Nabanna Scholarship-এর জন্য আবেদন করতে পারবে।
  • যারা স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ (SVMCM)-Scholarshipএর জন্য যোগ্য তারা, Nabanna Scholarship-নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না।
  • আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় 60,000 টাকার কম হতে হবে তবেই সে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী তহবিল নবান্ন Scholarship-এর জন্য আবেদন করতে পারবে।
  • যে সমস্ত ছাত্রছাত্রী আগে থেকেই অন্য কোনো সরকারি অথবা বেসরকারি সংস্থার কাছ থেকে Scholarship পাচ্ছে, তারা এই Scholarship-এর জন্য যোগ্য নয়।


Nabanna Scholarship-এর আবেদন পদ্ধতি

এই Nabanna Scholarship-এর জন্য দরখাস্ত /আবেদন দুই ভাবে করা যায়। সাদা কাগজে নিজের হাতে লেখা একটি আবেদন পত্র/ দরখাস্ত তৈরি করে Scholarship-এর জন্য আবেদন করা যেতে পারে।

বিঃ দ্রঃ : বর্তমানে (২০২৩) জানানো হয়েছে, Nabanna Scholarship সম্পূর্ণ Online Application, অনলাইনে আবেদন করলে তা কোন ভাবেই বাতিল বা রিজেক্ট হবে না। Offline Application অর্থাৎ দরখাস্তের মাধ্যমে আবেদন করলে /নবান্ন অফিসে দিয়ে এলে বাতিল /রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি। Online Application এর বিস্তারিত নিম্নে আলোচনা করা হলো। 



Nabanna Scholarship-এর নিয়ম

সর্বপ্রথমে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল Nabanna Scholarship-এর Application Form টি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড (Download) করে নিতে হবে অথবা সাদা (Blank) কাগজে নিজের হাতে একটি ফর্ম/দরখাস্ত তৈরি করে নিতে হবে।

এরপর ওই আবেদনপত্রটির সাথে নিজ এলাকার MLA-এর Recommendation Form ও তোমার Self-Declaration Form যোগ করতে হবে।

এবার আবেদন পত্রের সঙ্গে দরকারী ডকুমেন্ট/কাগজপত্র যোগ করতে হবে, কি কি ডকুমেন্ট/কাগজপত্র লাগবে তার তালিকা নিম্নে দেওয়া আছে।

প্রথমে দরখাস্ত/Application টি সঠিকভাবে পূর্ণ করে এবং দরকারী ডকুমেন্ট/কাগজপত্র একসঙ্গে করে নিচের ঠিকানায় জমা দিতে হবে। দরখাস্ত জমা দেওয়ার ঠিকানা নিচে দেওয়া আছে।

Nabanna Scholarship অথবা উত্তরকণ্যা Scholarship এর আবেদন (Application) টি জমা দেওয়ার পর প্রার্থীকে প্রমানের জন্য কম্পিউটার জেনেরেটেড একটি রিসিপ্ট কাগজ দেয়া হবে। এই রিসিপ্ট কাগজ দিয়ে পরবর্তী ক্ষেত্রে এই Scholarship-এর আবেদনের স্থিতি জানা যাবে।


Nabanna Scholarship-এর প্রয়োজনীয় কাগজপত্র

  • আবেদন পত্র।
  • আধার নম্বর ।
  • শেষ পরীক্ষার মার্কশীট এর ফটোকপি ।
  • বর্তমান কোর্সে ভর্তির রশিদ ।
  • সেলফ ডিক্লারেশন কপি।
  • এম এল এর রেকমেন্ডেশন কপি।
  • কোন A-ক্যাটেগরির গেজেটেড অফিসারের কাছ থেকে নেওয়া Annual Income Certificate (বাৎসরিক আয়ের সার্টিফিকেট)।
  • ব্যাঙ্ক একাউন্ট এর ফটোকপি।
  • এন্ট্রান্স/প্রবেশিকা পরীক্ষার রেঙ্ক কার্ড। (যদি প্রযোজ্য হয় )
  • কাস্ট সাটিফিকেট ।
  • মোবাইল নম্বর ।
  • পাসপোর্ট সাইজ ফটো 


Nabanna Scholarship-এর আবেদন পত্র জমা করার ঠিকানা
দক্ষিণবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য
Nabanna, 14th Floor, 325 Sarat Chatterjee Road, Shibpur, Howrah- 711102

উত্তরবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য
Uttarknya, P.O.Satellite Township, Fulbari, Jalpaiguri-734015


Nabanna Scholarship-এর অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য

আবেদনকারী (Applicant) নিজে অথবা (Guardian) অভিভাবক এই Application Form জমা দিতে পারেন।

আবেদনকারীরা ডাকযোগেও (by Post) তাদের Application Form পাঠাতে পারে কিন্তু সেক্ষেত্রে Scholarship পাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়।

পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল Nabanna Scholarship-এ আবেদনের নির্দিষ্ট কোন শেষ তারিখ নেই।
Student-রা তাদের পাঠরত বর্তমান Course-এ যেকোনো সময় এই Nabanna Scholarship-এর জন্য Application করতে পারে।তবে মোটামুটি ভাবে ডিসেম্বর মাসের মধ্যে জমা করা বাঞ্চনীয়।

Nabanna Scholarship-এ প্রাপ্ত টাকার অংক বিভিন্ন কোর্সের জন্য বিভিন্ন রকম।নিজের Application-এর Status (স্থিতি) জানার জন্য ছাত্রছাত্রীরা Receipt Copy নিয়ে নবান্ন (কলকাতা) অথবা উত্তরকন্যাতে যোগাযোগ করতে পারেন।


এই প্রকল্পের সরকারি (Nabanna Scholarship) website-এর জন্য এখানে ক্লিক করুন-
Official Website (Click here)

যে কোনো ধরণের  সাহায্যের জন্য এখানে ক্লিক করুন-
Any Help (Click here)

Nabanna Scholarship-এর প্রার্থী বাছাই পদ্ধতি

মেধা এবং পারিবারিক বাৎসরিক আয়ের উপর ভিত্তি করে এই Nabanna Scholarship-এর জন্য প্রার্থী বাছাই করা হয়।

ছাত্র-ছাত্রী দরখাস্ত/আবেদনপত্র জমা দেয়ার পর কর্তৃপক্ষ সেই দরখাস্ত/আবেদনপত্র ভালো করে খুঁটিয়ে দেখে এবং তারপর নির্বাচিত তারপর ছাত্র বা ছাত্রীকে Nabanna থেকে জানিয়ে দেওয়া হয়। চূড়ান্ত নির্বাচিত ছাত্র-ছাত্রীরা তাদের প্রাপ্ত Scholarship টাকা নিজের Bank Account-এ পায়ে যাবে।

Download important Forms for Nabanna Scholarship

1. Blank Application Format
2. MLA Recommendation Form
3. Self-declaration Form
.........................................

Nabanna Scholarship 2023

Request for sanction of financial assistance from Chief Minister’s Relief Fund is processed and examined by the CMRF Cell of Chief Minister’s Office. The application may be sent to District Magistrate or Commissioner of Police, Kolkata, as the case may be, for enquiry. Hon’ble Chief Minister, West Bengal sanctions financial assistance from the fund. The financial assistance sanctioned is a one-time grant only. The financial assistance is directly credited to their Bank account. The sanction of financial assistance is provisional, authority has sole discretionary power to cancel the prior sanction without assigning the reason thereon..

Eligibility Criteria for Nabanna Scholarship 2023

  • Applicant should be a permanent resident of the State of West Bengal.
  • Studying in any institution of the State after passing out Secondary or Equivalent /Higher Secondary (H.S) or Equivalent /Under Graduate Examination from any Board /Council /University of the State of West Bengal.
  • Securing 50% and above but less than 60% marks in aggregate in Madhyamik or Equivalent Examination/ Higher Secondary (H.S) or Equivalent examination for financial assistance in Higher Secondary level/ Under Graduate level respectively.
  • Securing 50% and above but less than 53% marks in aggregate in Graduation for assistance in Post Graduate level.
  • Yearly family income does not exceed Rs. 1,20,000/- only.
  • Not enjoying any Government/Non-Government scholarship/stipend for the same course/stage of study.

Online Application for Nabanna Scholarship 2023

Keep following details within your reach while applying
  • Student name (as per 10th standard Examination Admit)
  • Guardian's Name
  • Age
  • 10th standard Roll No. and Year
  • Full address with PIN
  • Mobile Number and keep the mobile within your reach while applying
  • e-mail ID (Optional)
  • Bank details (Account No., IFS Code, Bank Name and Branch) of applicant’s active savings bank account

Documents for Nabanna Scholarship 2023

Documents required (In Pdf format each under 500 kb)
1. Prayer addressed to the Hon’ble Chief Minister for financial assistance duly signed by the applicant. Complete Address, Mobile number and e-mail ID (if any) should be mentioned in the prayer.

2. Recommendation to the Hon’ble Chief Minister from local MLA / MP.

3. Family Income Certificate issued by competent authority (Minister-in-Charge / Minister of State / DM / SDO / BDO / Joint BDO / Executive Officer in case of Municipality Area / Officer in the rank of Deputy Commissioner and above in case of Municipal Corporation area)

4. Self-Declaration by the student under his/ her own signature stating the present course of study along with year/semester and receipt of any Government / Non-Government Scholarship / Stipend. This declaration should be countersigned by the head of the present institution with stamp / seal Admit Card of 10th standard Examination.

5. Mark Sheet of qualifying Examination (for assistance in H.S. Level the qualifying examination is Madhyamik or Equivalent; for assistance in U.G. Level the qualifying examination is H.S. or equivalent and for assistance in P.G. Level the qualifying Examination is Graduation)

6. Rank card of the entrance examination for professional courses like Diploma Eng. / B.E. / B.Tech. / MBBS / Law / Nursing / Pharmacy.

7. Allotment letter for admission in above said professional courses

8. First page of Pass Book of applicant’s active savings Bank Account where A/c. No., IFSC No. and Account Holder’s Name is clearly visible

9. Admission receipt for current academic year / semester


FAQs regarding Nabanna Scholarship

এখানে West Bengal Chief Minister's Office (WBCMO) Nabanna Scholarship সম্পর্কিত Frequently Asked Questions (FAQ) উল্লেখ করা হয়েছে। আপনার বিভিন্ন প্রশ্নের উত্তরগুলির পাওয়ার জন্য নিম্নলিখিত প্রশ্ন গুলি লক্ষ্য করুন- 

Sl. No
Your common Questions
 Answer
Q.1
Nabanna Scholarship স্কিমের জন্য কে/কারা আবেদন করতে পারেন?
যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক (H.S) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং যে কোনো H.S, U.G, P.G-কোর্সে ভর্তি হয়েছে, তারা এই Nabanna Scholarship এর জন্য আবেদন করতে পারে।
Q.2
Nabanna Scholarship আবেদনের শেষ তারিখ কবে ?
West Bengal Chief Minister's Office Nabanna Scholarship-এর জন্য আবেদনের কোনো সঠিক শেষ তারিখ (Last date) নেই। আপনি আপনার বর্তমান কোর্সের যেকোনো সময় আবেদন করতে পারেন।
Q.3
কিভাবে Nabanna Scholarship Application এর  Status যাচাই করা যায় ?
যেহেতু সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি Offline এ হয়। সুতরাং আপনি কোনও ওয়েবসাইট থেকে অনলাইনে Nabanna Scholarship Application Status যাচাই করতে পারবেন নাতথাপি Application Receipt নিয়ে আপনি Nabanna (Howrah) তে যোগাযোগ করতে পারেন Application Status যাচাই করার জন্য
Q.4
আমি কি Speed Post এর মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারি?
হ্যাঁ, আপনি Speed Post এর মাধ্যমে Application Form পাঠাতে পারেন, কিন্তু এক্ষেত্রে Scholarship Amount না পাওয়ার একটা ঝুঁকি থেকে যায়।
Uttarknya (Jalpaiguri)/Nabanna (Howrah) তে গিয়ে WBCMO Scholarship Authority এর নিকট আপনার আবেদনপত্র জমা দিলে উনারা Receipt Copy দেয়, যেটা খুব গুরুত্বপূর্ণ ডকুমেট, এটি Speed Post-এ পাওয়া যায় না বা থাকে না।
Q.5
যদি SVMCM/ Kanyashree Scholarship এর জন্য আবেদন করা হয়, তাহলে আমি কি Nabanna Scholarship এর জন্য আবেদন করতে পারি?
না, আপনি এই Scholarship এর জন্য আবেদন করতে পারবেন না। আপনি আপনার বর্তমান কোর্সের জন্য শুধুমাত্র একটি Scholarship এর জন্য আবেদন করতে পারেন।
Q.6
আমি কখন Nabanna Scholarship Amount (টাকা) পাব?
এটি বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে যেমন, Selection, তহবিলের সুযোগ, আবেদনকারীর সংখ্যা ইত্যাদি। সাধারণত আপনি নির্বাচিত হলে Nabanna Scholarship Amount (টাকা) পেতে 4 থেকে 8 মাস সময় লাগবে।
Q.7
আমি কীভাবে Nabanna Scholarship Renewal এর জন্য আবেদন করতে পারি?
সরকারী বিজ্ঞপ্তি অনুসারে, একজন ছাত্র/ছাত্রী Nabanna Scholarship এর জন্য তার বর্তমান কোর্সের সময় কেবলমাত্র একবার আবেদন করতে পারে। সুতরাং Renewal Application জন্য কোন সুযোগ নেই।

........................................

Contact Details for Nabanna Scholarship

Chief Minister's Office
Nabanna, 325, Sarat Chatterjee Road Howrah 711 102

e-mail ID: wbcmrfedu2020@gmail.com
Phone Number: 033 2253 5335
Time: Monday to Firday (10: 00 am to 5:30 pm)
Excluding Government Holidays


Official website for online application and application status check for Nabanna Scholarship
.......................................................