Promotion or Detention of the Student under Portal

Promotion or detention of the student under banglarshiksha portal for Junior High, High and Higher Secondary schools, step by step instructions about promotion or detention.

Promotion OR Detention of the Student

জেলার মাননীয় সকল অবর বিদ্যালয় পরিদর্শক / সকল বিদ্যালয় প্রধান, জুনিয়র হাই, হাই ও হায়ার সেকেন্ডারি স্কুল, মুর্শিদাবাদ।

মাননীয় District Inspector of Schools (Secondary Education), Murshidabad-এর পরামর্শক্রমে জানানো হচ্ছে যে, Banglarshiksha Portal - এ Login করে '2019 Student Mgmt'

মেনুর অন্তর্ভুক্ত 'Student Promotion Detention' সাব মেনুতে ক্লিক করলে Class wise Status 'Pending' দেখাবে। Class V to VIII এর Status স্তম্ভের নিচে Pending এ ক্লিক করলে ক্লাস ও সেকশন এর Student-দের ক্ষেত্রে বাই ডিফল্ট Promoted করা আছে, ঐ সীটের একদম নিচে 'Save as draft' এ ক্লিক করার পর Action স্তম্ভের নিচে Submit এ ক্লিক করে Finalise করতে হবে। Class IX এর ক্ষেত্রে বাই ডিফল্ট Promoted করা আছে পাশাপাশি Detention অপশনও active আছে। ফলে detained student দের তালিকা প্রস্তুত করে শুধুমাত্র ঐ তালিকাভুক্ত Student-দের Detention সেল এ ক্লিক করে পরবর্তী পদক্ষেপগুলো সম্পন্ন করতে হবে। এখানে প্রতিটি সেকশন প্রতি 20 জন Student-এর   Promotion/Detention আপডেট করে Save as draft করে রাখবেন যাতে সময় সমস্যা না হয় অথবা সেকশন, রোল নং চেঞ্জ না করেই প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। এখানে উল্লেখ্য, আগামী 02/01/2020 তারিখ থেকে সেকশন,রোল নং এডিট করবার সুযোগ থাকবে। Class V to IX এর ক্ষেত্রে Student Promotion Detention এ সেকশন ভিত্তিক Finalise করার সমগ্র প্রক্রিয়াটি যথাযথভাবে নির্ধারিত সময়ে (28/12/2019) সম্পন্ন করার জন্য কার্যকরি পদক্ষেপ করতে অনুরোধ করা হচ্ছে, পরবর্তী শিক্ষাবর্ষের প্রারম্ভে (01/01/2020) নিথিভুক্ত তথ্যসমূহের অটো আপডেট করার প্রক্রিয়া বিঘ্নহীন ভাবে সুসম্পন্ন হয়।

এখন Transfer Out এর অপশন সচল আছে এবং আগামী 31/12/2019 সময়কালের মধ্যে স্কুলের অন্তিম ক্লাস (Highest class) প্রাইমারি স্কুলের ক্ষেত্রে চতুর্থ/পঞ্চম শ্রেণি ও জুনিয়র হাই এর ক্ষেত্রে অষ্টম শ্রেণি Transfer Out এর প্রক্রিয়াটি সেরে রাখবেন।

যে সকল স্কুল ইমেজ আপলোড না করতে পারার কারণ উল্লেখ করার ফলে স্টুডেন্টের স্ট্যাটাস অদৃশ্য হয়ে গেছে সে সকল স্কুল ইমেজ আপলোড করতে চাইলে ঐ সকল স্টুডেন্টদের নামের তালিকা সংশ্লিষ্ট সার্কেল অফিসে পাঠিয়ে আনলক করিয়ে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারবেন।