Swami Vivekananda Merit cum Means Scholarship-SVMCM

West Bengal Higher Education Department offers Swami Vivekananda Merit cum Means (SVMCM) scholarship, now this scholarship is known as Bikash Bhavan Scholarship to meritorious students who have scored at least 75% marks in the latest board examination ie Madhyamik Pariksha (M.P), Higher Secondary (H.S) examinations or are enrolled in B.Tech, MBBS, Diploma, Nursing, M.Phil, Ph.D etc. courses can apply for this Swami Vivekananda Scholarship.
  • Swami Vivekananda Merit cum Means (SVMCM) Scholarship 2023-2024

  
Swami Vivekananda Merit cum Means Scholarship

About Swami Vivekananda Merit cum Means Scholarship

পশ্চিমবঙ্গ Higher Education Department মেধাবী শিক্ষার্থী, যারা সর্বশেষ Board Examination এ কমপক্ষে 75% নম্বর পেয়েছেন তাদের Swami Vivekananda Scholarship প্রদান করে।এই Scholarship টিই Swami Vivekananda Merit cum Means (SVMCM) Scholarship নামে পরিচিত।বর্তমানে এটির আনুষ্ঠানিকভাবে নামকরণ করা হয়  Bikash Bhavan Scholarship হিসাবে।বর্তমানে মাধ্যমিক (M.P), উচ্চ মাধ্যমিক (H.S) পরীক্ষায় উত্তীর্ণ বা B.Tech, MBBS, Diploma, Nursing, M.Phil, Ph.D.ইত্যাদি কোর্সে ভর্তিরত শিক্ষার্থীরা Swami Vivekananda Scholarship এর জন্য আবেদন করতে পারবেন। SVMCM Scholarship এর আবেদন প্রক্রিয়াটি সম্পুর্ন অনলাইনে করতে হবে।


Name of Scholarship

Swami Vivekananda Merit cum Means Scholarship (SVMCM)

Website

svmcm.wbhed.gov.in

Eligible criteria

HS, UG Honours, PG, Medical, Engineering, Nursing, Paramedical, Diploma etc

New/Renewal Application

Online mode

Providing Authority 

West Bengal Higher Education Department (WBHED)

Time of Renewal 

Upto July

Time of Fresh Application 

Upto 15th November


Eligibility for Swami Vivekananda Merit cum Means Scholarship

এই Swami Vivekananda Scholarship /Bikash Bhavan Scholarship এর জন্য আবেদন করতে পারবে তারাই , যে সকল শিক্ষার্থীদের মোট বার্ষিক পারিবারিক আয় 2.5লক্ষ এবং যোগ্যতা নিম্নে দেওয়া হলো-

কমপক্ষে 75% নম্বর নিয়ে মাধ্যমিক পরীক্ষায় (M.P) উত্তীর্ণ এবং Arts / Science / Commerce নিয়ে উচ্চ মাধ্যমিক (+2 stage) ভর্তিরত শিক্ষার্থীরা Swami Vivekananda Merit cum Means Scholarship (SVMCM) এর জন্য আবেদন করতে পারেন।

Undergraduate কোর্স যেমন-Engineering / Medical/ General Education/ GNM Nursing/ Para Medical Diploma কোর্সে 1st Year /প্রথম বর্ষে ভর্তিরত শিক্ষার্থী, যারা শেষ পরীক্ষায় (Last Examination) কমপক্ষে 75% নম্বর (Best of five) অর্জন করেছে তারা  SVMCM Scholarship বা Bikash Bhavan Scholarship এর জন্য আবেদন করতে পারবেন।

এছাড়াও পশ্চিমবঙ্গের পলিটেকনিক কলেজে Engineering কোর্সে 2nd Year/দ্বিতীয় বর্ষে ভর্তিরত শিক্ষার্থী, যারা শেষ ডিপ্লোমা পরীক্ষায় কমপক্ষে 75% নম্বর পেয়েছেন তারাও এই SVMCM Scholarship এর জন্য যোগ্য।

যে সকল শিক্ষার্থী মধ্যমিক পরীক্ষা (M.P) বা VOCLET পরীক্ষায় কমপক্ষে 75% নম্বর পেয়ে পাশ করে 1st Year/ প্রথম বর্ষ Diploma (Polytechnic) কোর্সে ভর্তি হয়েছে বা 2nd Year/ দ্বিতীয় বর্ষে Diploma (Polytechnic) কোর্সে ভর্তিরত, তারা এই SVMCM Scholarship এর জন্য আবেদন করতে পারবেন।

UGC লেভেল থেকে Honours subject এ কমপক্ষে 53% নম্বর প্রাপ্ত শিক্ষার্থী বা Post Graduation এর 1st Year/ প্রথম বর্ষে General Education/Engineering এ ভর্তিরত, যারা শেষ পরীক্ষায় কমপক্ষে 55% নম্বর পেয়েছেন তারা SVMCM Scholarship এর জন্য আবেদন করতে পারবেন। 

বিশেষ সতর্কতা: Kanyashree K-3 এবং SVMCM Scholarship উভয়ই একই কোর্সের জন্য।এক্ষেত্রে কেবলমাত্র একটি Scholarship এর আবেদন করতে পারবেন।দুটোতেই Application করলে উভয় Scholarship বাতিল হতে পারে। এছাড়া নন নেট M.Phil, নন নেট Ph.D এবং নেট LS Ph.D তে পাঠরত শিক্ষার্থীরা এই সুযোগ পাবেন না। 

Registration & New Application for SVMCM Scholarship

SVMCM Scholarship Portal এ খুব সহজেই Registration (নতুন আবেদনের জন্য) করানো যাই Academic information এবং Personal information প্রদান করে 

1. সর্বপ্রথমে Visit the Swami Vivekananda Merit cum Means Scholarship (SVMCM) Portal (website: svmcm.wbhed.gov.in)
2. 'Register here' অপশনের উপর ক্লিক করুন। 
3. আবেদনের আগে সমস্ত information সাবধানে পড়ুন এবং 'Proceed for Registration button' এর উপর ক্লিক করুন। 
4. এবার Registration category থেকে আপনার বর্তমান কোর্স (Course Name) অনুযায়ী অধিদপ্তর/ Directorate টি বাছুন এবং ‘Apply for Fresh Application‘ button এর উপর ক্লিক করুন। 

Course Name এবং Directorate এর বিস্তারিত দেওয়া হল-

Course Name

Directorate

Madhyamik Pariksha (MP) & Higher Secondary (HS)

Directorate of School Education (DSE)

Under Graduate (UG) & Post Graduate (PG) 

Directorate of Public Instruction (DPI)

MBBS, Nursing, Para-Medical, B.Pharm

Directorate of Medical Education (DME)

Polytechnic

Directorate of Technical Education & Training (DTE &T)

BE, B.Tech

Directorate of Technical Education (DTE)



5. এর পরে Dashboard (Login-করে) এ গিয়ে নিজের Name, e-mail, Mobile Number, Date of Birth ইত্যাদি দিয়ে একটি Password তৈরি করতে হবে।

6. Registration সম্পন্ন হলে একটি Application ID Number পাওয়া যাবে, যেটির সাহায্যে পরবর্তীকালে Login করতে হবে। এই Application ID Number টি যত্ন করে লিখে রাখুন।

7. এখন Login option উপর ক্লিক করুন এবং Application Id and Password দিয়ে Login করুন।তারপরে ‘Edit Profile/Application' এর উপর ক্লিক করুন এবং বিস্তারিত তথ্য দিন।

8. Basic details গুলো পূর্ণ করুন, যেমন- শেষ পরীক্ষার (Last Examination) বিস্তারিত, বর্তমান কোর্সের নাম (Current Course), যোগাযোগের Address ইত্যাদি। এবার স্ক্যান করা Photograph এবং Signature আপলোড করে ‘Save & Next‘ এ ক্লিক করতে হবে।

9. Bikash Bhavan Scholarship এর জন্য নিম্নলিখিত স্ক্যান করা Documents গুলি SVMCM Portal এ Upload করতে হবে।

(i) Front Page of Bank Passbook. 
(ii) Admit Card of Madhyamik Pariksha (MP)
(iii)Domicile Certificate (যেমন -Ration Card / Voter ID / Aadhaar Card ইত্যাদি).
(iv) Marksheet of the last exam passed (Both side Xerox)
(v) Admit Card of Last Examination
(vi) Original Income Certificate 
(vii) Online Admission Receipt

10. Documents গুলি আপলোড হয়ে গেলে 'Save' করুন।Review your Application এ পুনরায় আপনার আবেদনটি ভালোভাবে পরীক্ষা /যাচাই করুন। সব ঠিকঠাক থাকলে ‘Finalize Application‘এ ক্লিক করে Submit করুন। 

SVMCM Scholarship Application প্রক্রিয়াটি সম্পুর্ন অনলাইনে করতে হবে। তাই কোথাও Application Form বা Documents জমা দিতে হবে না।কেবলমাত্র একটি Print করে রাখুন ভবিষ্যতে জন্য /পুনরায় Login করার জন্য।

বিশেষ সতর্কতা : 'Final Submit' হয়ে গেলে কোনো ভাবেই আর Application টি 'Edit' করা যাবে না। কেবলমাত্র 'Modification' করা যাবে। 'Edit' করতে হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে (HOI) গিয়ে Unlocked Application করলে তবেই পুনরায় Application টি 'Edit' করা যাবে।


Renewal Application for SVMCM Scholarship

Registered students, যারা ইতিমধ্যে SVMCM Scholarship Portal ব্যবহার করে Swami Vivekananda Scholarship পেয়েছে তারা Scholarship Renewal এর জন্য আবেদন করতে পারবেন।

1. সর্বপ্রথমে Visit the SVMCM Scholarship Portal (website:
svmcm.wbhed.gov.in)
2. Home page এ Login অপশনে ক্লিক করুন।
3. এখন Application Id and Password দিয়ে Login করুন।
4. Renewal Scholarship Application এর জন্য বিস্তারিত তথ্য দিন এবং এটি জমা (Submit) করুন।


Application Status for SVMCM Scholarship

আবেদনকারীরা Swami Vivekananda Merit cum Means (SVMCM) Scholarship/Application status অনলাইনে মাধ্যমে যাচাই করতে পারেন, এবং কখন Scholarship Amount আপনার Bank Account এ পাবেন তাও জানতে পারেন।
1. সর্বপ্রথমে Visit the SVMCM Portal (website: svmcm.wbhed.gov.in)
2. এখন Application Id and Password দিয়ে Login করুন।
3. Dashboard এ Scholarship status এবং Verification steps গুলি দেখতে পাবেন।
...............................


Last date of SVMCM Scholarship 2022

এই বছর Swami Vivekananda Merit cum Means Scholarship (SVMCM)/ Bikash Bhavan Scholarship এর নতুন (New/Fresh) আবেদন শুরু হয়েছে চলবে 15th November' 2022 পর্যন্ত।এবং Renewal (পুননবীকরণ) করা যাবে July' 2022 পর্যন্ত।

...............................

SVMCM Scholarship 2023-2024

The Joint Director of School Education (1&2),West Bengal
Memo No. 403/25/SCH&MC  Date: 22.06.2023
Updating of contact details of all the educational institutions (Higher Secondary level) in Swami Vivekananda Merit cum Means Scholarship portal

This is to information you that the portal of SVMCM Scholarship portal 2023-2024 will be opened in July 2023 and login procedure at institution level will be OPT based.

Hence, the HOI of the institutions listed in Marked as H.S School (including all boards) in SVMCM Scholarship will be requested to update their contact details within 8th July 2023.

The office of the DI/S (S.E) can also edit/update the mobile phone number of institutions in the following manner:
After login --> Application Report --> Marked School List with contact details.

The school can edit/update their contact details as per following steps:
After login --> Setting --> HOI profile

This matter may be treated as most urgent 

Sd/- Joint Director of School Education (1&2)
West Bengal
...............................

More updated information of SVMCM Scholarship 2023

 Sl No
Notification/Order/Memorandum 
 Download PDF
 1.
Updating of contact details of all the educational institutions (H.S level) in Swami Vivekananda Merit cum Means Scholarship portal
Memo No. 403/25/SCH&MC  Date: 22.06.2023

22.06.2023
 2.
Updating of contact details of all the educational institutions (H.S level) in SVMCM Scholarship portal
Memo No. 313/g  Date: 23.06.2023
North 24-Parganas
23.06.2023
 3.
Updating of contact details of all the educational institutions (H.S level) in SVMCM Scholarship portal
Memo No. 316/M  Date: 23.06.2023
Howrah
23.06.2023
















 



.................................................


Swami Vivekananda Merit cum Means Scholarship (SVMCM)/ Bikash Bhavan Scholarship এর কোনো সমস্যার জন্য Higher Education Department of West Bengal, Bikash Bhavan, Kolkata 700 091 সাথে যোগাযোগ করতে পারেন।

Contact Number: 18001028014
(10:00 am to 6:00 pm except Sunday)

e-mail ID : helpdesk.svmcm-wb@gov.in
...............................

Go to SVMCM Scholarship for New/Renewal Application
Apply Now (Click here)