Aikyashree Minority Scholarship

Aikyashree Minority Scholarship for meritorious students belonging to Minority Communities i.e. Buddhist, Christian, Jain, Muslim, Parsee and Sikh of West Bengal. There are five type Scholarships in Aikyashree-

1. Swami Vivekananda Merit Cum Means (SVMCM) Scholarship -for XI to Post-Graduate courses
2. Talent Support Programme (TSP) Scholarship -for Higher Secondary, Graduation, Post-Graduation, M.Phil., Ph.D.
3. Education Loan
4. Pre-Matric Scholarship -for Class I to class X
5. Post-Matric Scholarship -for Class XI to Ph.D.
6. Merit-Cum-Means (MCM) Scholarship -for Professional and Technical courses

Aikyashree Minority Scholarship

Swami Vivekananda Merit cum Means/Talent (মেধা) Support Programme, 
Scholarship Scheme for Minority Students
Scholarship for meritorious students belonging to Minority Communities (সংখ্যালঘু সম্প্রদায়) i.e. Buddhist, Christian, Jain, Muslim, Parsee and Sikh of West Bengal.

Swami Vivekananda Merit Cum Means Scholarship (SVMCM)

Swami Vivekananda Merit Cum Means Scholarship (SVMCM) for meritorious students from XI to Post-graduate courses.
1. Students domiciled in West Bengal and pursuing regular courses at Post-matric levels.
2. Institutions must also be located in West Bengal.
3. Students studying in educational institutions of this State after clearing the examination of West Bengal Board of Secondary Education (WBBSE)/ West Bengal Council of Higher Secondary Education (WBCHSE)/West Bengal Madrasah Education Board (WBMEB) and /or from other recognized boards of West Bengal are eligible.
4. The students must have passed their examination in the current year i.e. 2021 only.
5. Annual family incomes should not exceed Rs. 2.5 lakhs. Income (আয়) Certificate to be issued by any gazetted officer.
6. Scholarship amount ranges from Rs. 12,000 to 60,000 par year.
7. Eligibility Criteria

 Current Course of Study
Percentage Marks in Last Exam 
Higher Secondary, Polytechnic & Graduation  
75 % Marks in Last Examination
Postgraduate Courses
53 % in Honours Subject 
Masters in Engineering
55% in Engineering

8. Renewal (নবীকরণ): Students in receipt of scholarship for application (আবেদন) filed in 2020-2021 and securing at least 60% in undergraduate and 50 % in postgraduate courses in last year's examination are eligible for renewal.


স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ
(ছাত্র-ছাত্রীদের জন্য বাংলায় দেওয়া হলো)
একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর কোর্স পর্যন্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ (SVMCM)।

1. মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রী যারা রেগুলার কোর্সে পড়াশোনা করছে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, তারা যোগ্য।
2. শিক্ষাপ্রতিষ্ঠানটি অবশ্যই পশ্চিমবঙ্গে অবস্থিত হতে হবে।
3. ছাত্র-ছাত্রীরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) /পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) / পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ড (WBMEB) এবং /বা পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত অন্য্ বোর্ডের পরীক্ষা পাস করার পর, এই রাজ্যেরই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়লে তবেই যোগ্য বিবেচিত হবে।
4. ছাত্র বা ছাত্রীটিকে অবশ্যই চলতি শিক্ষাবর্ষে, অর্থাৎ শুধুমাত্র 2021 সালে পরীক্ষা পাস করে থাকতে হবে।
5.আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের ঊধ্বসীমা 2.5 লক্ষ টাকা পর্যন্ত। যে কোনও গেজেটেড অফিসার  দ্বারা প্রদেয় আয়ের শংসাপত্র প্রয়োজন।
6. বছরে বারো হাজার (12,000) থেকে ষাট হাজার (60,000) টাকা Scholarship প্রদান করা হবে।
7. যোগ্যতা :

 বর্তমানে যা পড়ছে 
শেষ পরীক্ষার প্রাপ্ত নাম্বারের গড় 
উচ্চমাধ্যমিক, পলিটেকনিক এবং স্নাতক 
75 % 
স্নাতকোত্তর কোর্স 
53 % সাম্মানিক বিষয়ে 
স্নাতকোত্তর ইঞ্জিনিয়ারিং
55% ইঞ্জিনিয়ারিং এ 

Renewal of  SVMCM Scholarship

2020-2021 সালে যে সমস্ত ছাত্র-ছাত্রী এই Scholarship পেয়েছে,তারা শেষ পরীক্ষায় স্নাতক স্তরে নূন্যতম 60% এবং স্নাতকোত্তর স্তরে নূন্যতম 50 % নম্বর পেলে রিন্যুয়ালের যোগ্য হিসাবে বিবেচিত হবে।

Post-Matric Stipend Under Talent Support Programme

The Post-Matric Stipend ( উপবৃত্তি) Under Talent Support Programme (TSP) for students securing less than 50% marks.

1. Students pursuing Higher Secondary, (স্নাতক) Graduation, Post-Graduation, M.Phil., Ph.D. etc. except professional and technical courses, are eligible.
2. Students who have secured less than 50 % marks and passed in the Examination.
3. Annual Family Income of the applicant should not exceed Rs. 2 lakhs.
4. Scholarship amount ranges from Rs. 2,550/- to Rs. 4, 900/- per year.

Important Instructions for Scholarship

1. The students must be a domicile of West Bengal
2. Students pursuing courses through distance mode are not eligible to apply.
3. After submitting the online application, the application must take a print-out of the same and submit it to the concerned institute, along with a photocopy of the bank passbook containing the bank account no and IFSC code.


পোস্ট -ম্যাট্রিক স্টাইপেন্ড আন্ডার ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম
পোস্ট-ম্যাট্রিক স্টাইপেন্ড আন্ডার ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম (TSP) পরীক্ষায় ৫০ শতাংশের কম নম্বর পাওয়া ছাত্র-ছাত্রীদের জন্য। 

1. পেশাদারি এবং কারিগরি কোর্স বাদে যে সমস্ত ছাত্র-ছাত্রী উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি ইত্যাদি  কোর্সের সাথে যুক্ত, তারা প্রত্যেকেই যোগ্য। 
2. যে সমস্ত ছাত্র-ছাত্রী শেষ পরীক্ষায় 50 শতাংশের কম নম্বর পেয়েছে,  তারা যোগ্য। 
3. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের ঊধ্বসীমা 2 লক্ষ টাকা পর্যন্ত।
4. শিক্ষাপ্রতিষ্ঠানটি অবশ্যই পশ্চিমবঙ্গে অবস্থিত হতে হবে।
5. বছরে 2,550 থেকে 4,900 টাকা Scholarship প্রদান করা হবে।


জরুরি নির্দেশিকা
1. ছাত্র-ছাত্রীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
2. যে সমস্ত ছাত্র-ছাত্রী দূরশিক্ষণের মাধ্যমে পড়াশুনা করছে, তারা আবেদন করার যোগ্য নয়।
3. অনলাইনে আবেদন করার পর, আবেদনকারীকে অবশ্যই আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা দিতে হবে, সাথে ব্যাঙ্কের পাশবইয়ের একটি জেরোক্সও জমা দিতে হবে যাতে ব্যাঙ্কের একাউন্ট নম্বর এবং আইএফএসসি (IFSC) কোডের উল্লেখ আছে।
4. বিশেষ সতর্কীকরণ : কোনো শিক্ষার্থী একই সাথে দুটি Scholarship অর্থাৎ Aikyashree (মাইনোরিটি স্কলারশিপ) এবং Oasis (SC/ST/OBC) Scholarship পাবেন না। যে কোনো একটি Scholarship পাবেন।যদি কোনো শিক্ষার্থী Scholarship এর জন্য দুটোতেই আবেদন করেন, তবে দুটো আবেদনই খারিজ হওয়ার সম্ভবনা থাকে সেক্ষেত্রে শিক্ষার্থী  Scholarship এর কোনো টাকাই পাবেন না।

Education Loan

Education Loan for Professional and Technical courses

1. Online applications are invited from students domiciled in West Bengal, and pursuing technical and professional courses i.e. Medical, Law (আইন), Engineering , Nursing (নার্সিং), Diploma, Management, BCA, MCA etc. in India and abroad.
2. Age of the applicant should not be more than 32 years.
3. Students pursuing courses overseas are also eligible to apply.
4. Student can apply round the year
5. Eligibility Criteria:


 Sl. No
Category 
 Annual Family Income
Rate of Interest 
 Rural
 Urban
 1
Both Female & Male 
Up to Rs. 98, 000
Up to Rs. 120, 000 
3 %  
 2
Male
From Rs. 98, 001 to 600, 000
From Rs. 12, 0001 to 600, 000
 8 % 
 3
Female
From Rs. 98, 001 to 600, 000
From Rs. 12, 0001 to 600, 000
5 %


শিক্ষা ঋণ
শিক্ষা ঋণ পেশাদারি এবং কারিগরি কোর্সের জন্য

1. যে সমস্ত ছাত্র-ছাত্রী পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা এবং পেশাদারি এবং কারিগরি কোর্স করতে চায় যেমন- মেডিকেল, আইন, ইঞ্জিনিয়ারিং, নার্সিং, ডিপ্লোমা, ম্যানেজমেন্ট, বিসিএ, এমসিএ ইত্যাদি তারা অনলাইনে আবেদন করতে পারবে ভারতে এবং বিদেশে পড়াশোনা করার জন্য।
2. আবেদনকারীর বয়স কোনওভাবেই 32 বছরের বেশি হবে না।
3. যে সমস্ত ছাত্র-ছাত্রী বিদেশে পড়াশোনা করছে তারাও আবেদনের যোগ্য।
4.  ছাত্র-ছাত্রীরা সারা বছরই আবেদন করতে পারবে।
5. যোগ্যতার মানদণ্ড:

ক্রমিক নং
ক্যাটাগরি
 পরিবারের বার্ষিক আয়
সুদ
গ্রামীণ
শহরাঞ্চল
 1.
পুরুষ-নারী উভয়ই
98,000 টাকা পর্যন্ত
120,000 টাকা পর্যন্ত
3 %
 2.
পুরুষ
98,001 থেকে
600,000 টাকা পর্যন্ত
12,0001 থেকে 600,000টাকা পর্যন্ত
8 %
 3.
নারী
98,001 থেকে
600,000 টাকা পর্যন্ত
12,0001 থেকে
600,000 টাকা পর্যন্ত
5 %

Aikyashree Minority Scholarship

Aikyashree Minority ছাত্র-ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য বৃত্তি যোজনা
পশ্চিমবঙ্গের Minority মানে বৌদ্ধ ,খ্রিষ্টান, জৌন, মুসলিম, পার্সি এবং শিখ মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য Scholarship

Pre-Matric Scholarship

Pre-Matric Scholarship প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত

1. যে সকল ছাত্র-ছাত্রী পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছে।
2. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের ঊধ্বসীমা 2 লক্ষ টাকা পর্যন্ত।
3. বছরে 1,100/- থেকে 11,000/- টাকা Scholarship প্রদান করা হবে প্রকৃত খরচ সাপেক্ষে।

Post-Matric Scholarship 

Pre-Matric Scholarship একাদশ শ্রেণী (Class: XI) থেকে PhD কোর্সের জন্য

1. যে সকল ছাত্র-ছাত্রী পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে উচ্চমাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, বিএড ইত্যাদি কোর্সে পড়াশোনা করছে।
2.আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের ঊধ্বসীমা 2 লক্ষ টাকা পর্যন্ত।
3. বছরে সর্বাধিক 16,500 টাকা পর্যন্ত Scholarship প্রদান করা হবে প্রকৃত খরচ সাপেক্ষে।


Merit-Cum-Means Scholarship (MCM)

Merit-Cum-Means Scholarship (MCMS) পেশাদারি এবং কারিগরি কোর্সের জন্য 

1. পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যে সকল ছাত্র-ছাত্রী পশ্চিমবঙ্গে অবস্থিত স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক/ স্নাতকোত্তর /পেশাদারি/কারিগরি কোর্সের পড়াশোনা করছে অথবা পশ্চিমবঙ্গ  বা পশ্চিমবঙ্গের বাইরে অবস্থিত তালিকাভুক্ত প্রতিষ্ঠান যেমন আইআইটি, আইআইএম, এনআইটি, এনআইএফটি, আইআইএফটি ইত্যাদি প্রতিষ্ঠানে পড়াশোনা করছে তারা যোগ্য।
2. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের ঊধ্বসীমা 2.5 লক্ষ টাকা পর্যন্ত।
3. বছরে সর্বাধিক 33,000 টাকা পর্যন্ত Scholarship প্রদান করা হবে প্রকৃত খরচ সাপেক্ষে।
4. তালিকাভুক্ত প্রতিষ্ঠানে পাঠরত ছাত্র-ছাত্রীদের টিউশন ফি পরিশোধ করা হবে। তালিকাভুক্ত প্রতিষ্ঠানের নাম গুলি অফিসিয়াল ওয়েবসাইট পাওয়া যাবে।

জরুরি নির্দেশিকা
1. কেবলমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, এমন আবেদিনকারীরাই যোগ্য।
2. ছাত্র-ছাত্রীদের অবশ্যই চুড়ান্ত (শেষ) পরীক্ষায় নুন্যতম 50 % নম্বর  পেতে হবে। প্রথম শ্রেণীর জন্য এটি প্রযোজ্য নয়। 
3. একজন ছাত্র বা ছাত্রী একটি মাত্র প্রতিষ্ঠান থেকেই Scholarship পেতে পারে।
4. আবেদনের রেজিস্ট্রেশনের সময় একটি মাত্র মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। প্রি-ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে একটি মোবাইল নম্বরে সর্বোচ্চ দুটি আবেদন গ্রাহ্য হবে।
5. অনলাইনে আবেদন করার পর, আবেদনকারীকে অবশ্যই আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা দিতে হবে, সাথে ব্যাঙ্কের পাশবইয়ের একটি জেরোক্সও জমা দিতে হবে যাতে ব্যাঙ্কের একাউন্ট নম্বর এবং আইএফএসসি (IFSC) কোডের উল্লেখ আছে।
6. বিশেষ সতর্কীকরণ : কোনো শিক্ষার্থী একই সাথে দুটি Scholarship অর্থাৎ Aikyashreee (মাইনোরিটি স্কলারশিপ) এবং Oasis (SC/ST/OBC) Scholarship পাবেন না। যে কোনো একটি Scholarship পাবেন।যদি কোনো শিক্ষার্থী Scholarship এর জন্য দুটোতেই আবেদন করেন, তবে দুটো আবেদনই খারিজ হওয়ার সম্ভবনা থাকে সেক্ষেত্রে শিক্ষার্থী  Scholarship এর কোনো টাকাই পাবেন না।

Renewal of Aikyashree Scholarship

যে সমস্ত ছাত্র-ছাত্রী 2020-2021 সালে এই Scholarship পেয়েছে তাদের কেবলমাত্র রিন্যুয়াল বিভাগে আবেদন করতে হবে।

for more details, please visit the official website,

অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 15.11.2021

Contact and Address for more details regarding Aikyashree

Dedicated Whatsapp No. 8017071714
Toll Free No. 1800 120 2130

Address: West Bengal Minorities' Development & Finance Corporation
(MA & ME Department, Govt. of West Bengal)
Amber, DD-27/E, Salt Lake, Sector-1,
Kolkata 700 064.
.............................................

Extension of date for Minority Scholarship 2018


Minority Scholarship Extension of Date
All concerned are hereby informed of that the last date for submission of application for scholarship are revised and extended as follows



Sl. No 

Name of the Scholarship Scheme 
Date extended up to 
(Both fresh & renewal) 
Pre-Matric 
15.10.2018 
Post-Matric  
31.10.2018 
3
Merit cum Means
 31.10.2018
4
Talent Support Programme (TSP)
 31.10.2018
5
Swami Vivekananda Merit-cum-Means (SVMCM)
 30.10.2018

                                                              Sd/- Managing Director
                                                            West Bengal Minorities' Development & Finance Corporation
                                                           (A Statuary Corporation of Government of West Bengal)


Contact No. 033-4004-7468/ 74698
Whatsapp No. 8017071714
Toll Free No. 1800 120 2130
....................................