Revised and extended the last date of online /offline application details of few important Scholarships in West Bengal i.e. Disbursement of Scholarship/Stipend by Board of Auqaf (only for Muslim students), Fresh/Renewal Aikyashree minority Scholarship (Pre-matric, Post matric, Merit-cum- Means, Post Matric Talent Support Program (TSP) and SVMCM), UGC Scholarships, Awarding scholarships to Disability students (only for Physically disability students) 2020-21 are given below-
State Level National Talent Search Examination 2021
(For the students studying in class-X)
Instructions to the Applications
Name and address of state Agency
Directorate of School Education, West Bengal, Bikash Bhavan, 7th floor, Salt Lake City, Kolkata 700 091.
NTSE-এর যে কোনও Clarification এর জন্য পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট জেলার District Inspector of Schools (Secondary Education) (পোর্টালের নোটিশ বিভাগে প্রদত্ত DI/S (SE) এর ঠিকানা) এর সাথে যোগাযোগ করতে পারেন যেখানে তার স্কুল বর্তমান বা e-mail করতে পারেন helpcholarship@gmail.com -এ।
Online Form-টি পূরণ করার আগে দয়া করে সাবধানতার সাথে নির্দেশনাটি দেখুন:
Eligibility
1.
West Bengal Board of Secondary Education (WBBSE)/
WBBME/ICSE/
CBSE এর
অধীনে যে কোনও স্বীকৃত ও অনুমোদিত বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীরা, যারা নবম শ্রেণির Finalপরীক্ষায় 50% এবং তার বেশি নম্বর অর্জন করেছে General ও Economically Weaker Section (EWS) শিক্ষার্থী কিংবা 40% এবং তার বেশি নম্বর অর্জন করেছে SC/ST/OBC (as per Central Government norms)/
Physically Disabled প্রার্থীরা State level NTSE, 2021-এ আবেদনের জন্য যোগ্য।
2. West Bengal Council of Rabindra Open Schooling / NIOS এর অধীনে ODL (Open Distance Learning) এ Registered এবং প্রাক-দশম স্তর / দশম স্ট্যান্ডার পরীক্ষায় 50% এবং উপরের নম্বর অর্জনকারী General and EWS প্রার্থী (40% এবং তার বেশি নম্বর প্রাপ্ত করেছেন সেন্ট্রাল লিস্টের
SC/
ST/OBC (Non-creamy layer)/ Physically Disabled) প্রার্থীরাও পরীক্ষায় অংশ নিতে পারবেন।তবে শর্ত থাকে, শিক্ষার্থীকে 1-লা জুলাই 2020 তে 18-বছরের কম বয়সীহতে হবে। শিক্ষার্থী নিযুক্ত (Employed) নয় এবং সে প্রথমবারের জন্য দশম স্তরের পরীক্ষায় অংশ নেবে। যদি স্টাডি সেন্টারগুলি Open Distance Learning (ODL) মোডের অধীনে হয়, তাহলে সমন্বয়কারী বা অনুমোদিতব্যক্তি আবেদনকারীর Study Centre এর Approval Number, কোড ইত্যাদি প্রয়োজনীয় বিশদটি উল্লেখ করে অনুমোদন করবেন ।
3. EWS প্রার্থীদের অবশ্যই নির্ধারিত Proforma তে EWS-Certificates জমাদিতে হবে অথবা তারা General হিসাবে আবেদন করতে পারে।
4.উল্লেখ্য যে
OBC আবেদনকারীরা কেবলমাত্র (Income) আয়ের গ্রুপের Non-Creamy Layer এর অধীনে (as per Central Government norms) এবং যারা OBC ক্যাটাগরির অন্তর্ভুক্ত, কেন্দ্রীয় সরকারের OBC ক্যাটাগরির তালিকার অন্তর্গত, তারা এই পরীক্ষার জন্য এবং স্কলারশিপ পাওয়ার জন্য গণ্য হবে।Central List তে অন্তর্ভুক্ত নয় এমন OBC আবেদনকারীরা General হিসাবে আবেদন করতে পারবেন। OBC-র Central List সম্পর্কিত আরও বিস্তারিত জানার জন্য দয়াকরে নিচের ওয়েবসাইটটি অনুসরণ করুন
www.ncbc.nic.in/user_panel/centralliststateview.aspc.
5. পশ্চিমবঙ্গে 23-টি Revenue Districts ছাড়াও 2-টি Educational Districts রয়েছে। সেগুলি হ'ল ব্যারাকপুর Educational District (মহকুমার অন্তর্ভুক্ত :- ব্যারাকপুর এবং বিধাননগর) এবং শিলিগুড়ি Educational District (কেবল শিলিগুড়ি উপ-বিভাগ নিয়ে গঠিত)
(i) আবেদনকারী যদি ব্যারাকপুর বা বিধাননগর Administrative sub-Division এর অধীনে কোনও স্কুলে অধ্যয়নরত থাকেন, তবে তাকে অবশ্যই উত্তর 24-পরগনা বা কলকাতার পরিবর্তে ব্যারাকপুরকে জেলা হিসাবে বেছে নিতে হবে।
(ii) আবেদনকারী যদি শিলিগুড়ি Administrative sub-Division এর অধীনে যে কোনও স্কুলে অধ্যয়নরত থাকেন, তবে তাকে অবশ্যই দার্জিলিংয়ের পরিবর্তে শিলিগুড়িকে জেলা হিসাবে বেছে নিতে হবে।
6. আবেদনের জন্য তার স্কুলটি যে জেলার রয়েছে সেই জেলা-টিই নির্বাচন (Option) করতে হবে।
Filling must Application Form Online
A. Step: I
'New User Register Here' লিঙ্কটিতে ক্লিক করুন এবং একটি Mobile number (একটি Mobile number এবং
e-mail Id একবার ব্যবহৃত, Registration এর জন্য দ্বিতীয়বার ব্যবহার করা যাবেনা) সহ ব্যক্তিগত বিশদটি পূরণ করুন এবং Register করুন। তারপর, একটি Registration Number তৈরি হবে, যেটি Password সহ স্বযত্নে রাখতে হবে, ভবিষ্যতে সিস্টেমে Login করার জন্য।
B. Step: II
(i) Registration number এবং
password ব্যবহার করে আপনার অ্যাকাউন্টে
Login করুন।
(ii) ফর্মটি Edit করুন এবং অন্যান্য বিবরণ পূরণ করুন এবং আপনার Passport size ফটো স্ক্যানকরে ফটোগ্রাফটি আপলোড করুন। ফটোগ্রাফের জন্য Image ফাইলটি
.jpeg/.jpg ফর্ম্যাটে এবং সর্বোচ্চ আকারের (Size) সীমা 20
KB এর মধ্যে হতে হবে। এখন, ফর্মটি সংরক্ষণ (Save) করুন। ফর্মটি Locked না করা পর্যন্ত ফর্মটিকে সম্পাদনা (Edit) করা যাবে।
(iii) একবার সঠিক বিবরণ দিয়ে ফর্মটি পূর্ণ হয়ে গেলে এবং সমস্ত ক্ষেত্রে সম্পূর্ণ হয়ে গেলে, তবেই এটাকে লক (Locked) করা উচিত। স্কুল / ইনস্টিটিউশনের প্রধানের (HOI) কাছ থেকে Certificate Format সহ আবেদন পত্রের একটি প্রিন্টআউট বের করা নিতে হবে ।
C. Step: III
(a) আবেদনের জন্য প্রিন্টেড আবেদন ফর্ম এবং Certificate-টি স্কুল / ইনস্টিটিউশনের প্রধানের (HOI) নিকট গ্রহণ করতে হবে যেখানে তিনি পড়াশোনা করছেন। সার্টিফিকেটে Official Seal সহ স্বাক্ষর করাতে হবে এবং স্বাক্ষরিত শংসাপত্রটি তার অ্যাকাউন্টে স্ক্যানকরা অনুলিপি সহ আপলোড করতে হবে:
(i) যদি প্রযোজ্য হয়, তবে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া EWS-Certificate.
(ii) যদি প্রযোজ্য হয়, তবে উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত Caste Certificate.
(iii) Disability Certificate (40% এবং ততোধিক অক্ষমতা, অবশ্যই রাজ্য সরকার / কেন্দ্রীয় সরকারের উপযুক্ত মেডিকেল বোর্ডের দ্বারা Certificated হাওয়া প্রয়োজন), যদি প্রযোজ্য হয়
(iv) উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত (গত 01.04.2019 থেকে 31.03.2020) বিগত আর্থিক বছরের পিতামাতার মোট বার্ষিক আয়ের শংসাপত্র কেবলমাত্র OBC প্রার্থীদের জন্য। এক্ষেত্রে পিতামাতার মোট বার্ষিক আয়ের শংসাপত্র দেবেন সংশ্লিষ্ট উপযুক্ত কর্তৃপক্ষের নিয়োগকর্তা (সরকারী ও সরকারী সহায়তা প্রাপ্ত সংস্থার বেতনভোগী ব্যক্তির ক্ষেত্রে এবং অন্যের ক্ষেত্রে Joint BDO/ Executive Officer (Corporation এবং Municipality অঞ্চলের ক্ষেত্রে)।
(b) Document গুলি যথাযথভাবে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হতে হবে। প্রতিটি স্ক্যান করা Document এর সর্বোচ্চ আকার (Size) হবে 100 KB এর মধ্যে।
(c) তারপরে Finalize application' Button প্রেস করুন। Finalization ব্যতীত, প্রার্থীর Online ফর্ম-পূরণ শেষ হবে না এবং পরীক্ষার Admit card তৈরি করা যাবে না।
(d) অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগের জন্য
EWS Certificate, EWS/ SC / ST /OBC (কেন্দ্রীয় সরকার রীতি অনুযায়ী) এবং Physically Disabled প্রার্থীদের জন্য যথাক্রমে Cast Certificate এবং Disability Certificate (s) এর প্রয়োজন। HOI এর শংসাপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র আপলোড হলেই আবেদনপত্র জমা দেওয়ার পর্ব সম্পূর্ণ হয়, অন্যথায় আবেদনকারীর প্রার্থিতা বাতিল হয়ে যেতে পারে।
D. প্রার্থীদের Online Form পূরণের পর সময়-সময় তার আবেদন পত্রটির গ্রহণযোগ্যতা (Acceptance) বা প্রত্যাখ্যান (Rejection) সম্পর্কিত তথ্য জানার জন্য ফর্মে দেওয়া e-mail যাচাই করার জন্য অনুরোধ করা হচ্ছে।
E. 'Rejected and unlocked' আবেদনকারীরা 06.12.2020-এর মধ্যে আবেদনপত্রটি পুনরায় সংশোধন করার সুযোগ পাবেন।
F. উল্লিখিত প্রার্থীর ভরাট করা আবেদনপত্রে যদি কোন ভ্রান্ত/ভুল তথ্য পাওয়াযায় তাহলে আবেদনকারীর প্রার্থিতা অথবা উক্ত প্রার্থীর পরীক্ষা যে কোন পর্যায়ে, বিনা Reference এ বাতিল হতে পারে। অসম্পূর্ণ / অপ্রাসঙ্গিক তথ্য / ফটোগ্রাফ / স্ক্যান শংসাপত্রসহ আরও আবেদন ফর্ম সংক্ষিপ্তভাবে প্রত্যাখ্যানযোগ্য।
G. Online Admit Card ডাউনলোড করার জন্য Notice Section এ বিজ্ঞপ্তি দেওয়া হবে। পরীক্ষার সাথে সম্পর্কিত এবং আরও তথ্যের জন্য দয়া করে Scholarship Portal এ ভিজিট করুন।
Examination Pattern for Stage-I Examination
(I) নীচে প্রদত্ত বিবরণ অনুযায়ী State level Examination একই দিনে দুটি অধিবেশনে অনুষ্ঠিত হবে:
Name of the Tests
|
Type
|
Marks
|
No of items
|
Duration (in minutes)
|
Mental Ability Test
|
Objective/MCQ
|
100
|
100
|
120 min
|
Scholastic Aptitude Test
|
Objective/MCQ
|
100
|
100
|
120 min
|
(II) Syllabus : Subject
NTS Examination এর জন্য কোনও নির্ধারিত সিলেবাস নেই। আইটেমগুলির স্ট্যান্ডার্ডটি নবম এবং দশম শ্রেণির Level এর সাথে সঙ্গতিপূর্ণ হবে।
(III) Scholastic Aptitude Test-টি নীচে প্রদত্ত বিষয়টির সাথে অন্তর্ভুক্ত:
(1) গণিত, (2) পদার্থবিজ্ঞান, (3) রসায়ন, (4) জীববিজ্ঞান, (5) ইতিহাস, (6) ভূগোল, (7) রাষ্ট্রবিজ্ঞান এবং (8) অর্থনীতি।
(IV) Stage-I examination এর জন্য Booklet-টির সমস্ত প্রশ্ন Objective Type, প্রতিটি প্রশ্ন 1-নম্বর বহন করে। উল্লিখিত examination-এ কোনও Negative Markingনেই।
(V) কোনও Dispute/Doubt এর ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
Type of School/Institution
(i) Government :
একটি সরকারী স্কুল হ'ল যা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা একটি স্বায়ত্তশাসিত সংস্থা সম্পূর্ণরূপে সরকার দ্বারা পরিচালিত হয়।
(ii) Local Body:
(iii) Private Aided:
একটি Private Aided School হ'ল যা কোনও ব্যক্তি বা একটি বেসরকারী সংস্থা দ্বারা পরিচালিত হয় এবং সরকারী বা স্থানীয় সংস্থার অনুদান গ্রহণ করে।
(iv) Private Unaided :
একটি Private Unaided School হ'ল যা কোনও ব্যক্তি বা একটি বেসরকারী সংস্থা দ্বারা পরিচালিত হয় এবং সরকারী বা স্থানীয় সংস্থার কাছ থেকে কোনও অনুদান পায় না।
Date Extension of NMMS Examination 2020 and NTS Examination 2021
Last date of submission of application forms in connection with National Means-cum-Merit Scholarship 2020 and National Talent Search Examination 2021 is extended up to 08.12.2020. Please visit the website portal.
Sd/- Deputy Direction of School Education,
West Bengal
Date: 27.11.2020
Date of Examination 17.01.2021
|
Date of Submission of Online Application from 05.11.2020 to 08.12.2020
|
Go to NTSE Scholarship Portal for Online Application
...............................
Few important Scholarship and their Application date
SL No | Name of Scholarship
|
Last Date
|
Comments
|
1.
|
Disbursement of Scholarship/Stipend by Board of Auqaf
|
30.11.2020
|
Only for poor and meritorious Muslim students
|
2.
|
Aikyashree Scholarship
|
15.12.2020
|
Fresh & Renewal
|
3.
|
UGC Scholarships
|
30.11.2020
|
Online Application
|
4.
|
State Level National Talent Search Examination-2021
|
01.12.2020
|
For Class-X standard students
|
5.
|
Awarding scholarships to Disability students 2020-21
|
12.11.2020
|
Only For Physical Divisibility candidates
|
Details of said Scholarships are given below-
Disbursement of Scholarship/Stipend by Board of Auqaf
Disbursement of stipend by Board of Auqaf, West Bengal, Wide publicity
Ref: File no. 3C-03/W-1990
The Chief Executive Officer, Board of Auqaf
Memo No. 1371 Date: 02.11.2020
This is to inform you that the Board of Auqaf West Bengal has been decided to distribution stipend/
Scholarship to the poor and meritorious
Muslim students for the year 2020-21 on the below mention.
Sl. No
|
Name of the Examination
|
Percentages of marks
|
Amount
|
No of Students
|
1
|
(A) Madhyamik or its equivalent and Alim (General) (B) Son/daughter of Iman & Moazzin
|
75%
60%
|
Rs. 3,000/-
Rs. 4,000/-
|
No of student to be finalized by the Board of Auqaf
|
2
|
(A) Higher Secondary or its equivalent and Fazil (General) (B) Son/daughter of Iman & Moazzin
|
70%
60%
|
Rs.4,000/-
|
Do
|
Students whose parents/guardian's annual income is not more than Rs. 1,00,000/- (One lakh) shall be eligible for the scholarship/stipend. Last date of submission of the application on 30.11.2020.
Copy of the Notice and prescribed format is enclosed for your ready reference.
It is earnestly requested to issue directions for wide publicity.
Sd/- Chief Executive Officer
Board of Auqaf, West Bengal
Date: 02.11.2020
...............................
Revised and extended of last date for Aikyashree Scholarship
West Bengal Minorities' Development & Finance Corporation
(A Statutory Corporation of Government of West Bengal)
Toll Free Number: 18001202130 Contact No. 033 4004 7468/033 4004 7469
The last date for submission of application for minority
Scholarship under
Aikyashree are revised and extended as follows:
Sl No
|
Name of the
Scholarship Scheme
|
Date extended
up to (both fresh and renewal)
|
1
|
Pre-Matric
|
Fresh: 15.02.2021
Renewal: 15.02.2021
|
2
|
Post-Matric
|
3
|
Merit-Cum-Means
|
4
|
Post Matric Talent Support
Program (TSP)
|
5
|
SVMCM
|
Sd/- Managing Director
West Bengal Minorities' Development & Finance Corporation
...............................
Extension of last date for online Applications for UGC Scholarships
Public Notice, University Grants Commission
F. No. 82-32/2020(SA-III) Date: 29.102020
UGC had invited fresh applications (including renewals) from regular and full time students under the following four schemes for the Academic Year 2020-21.
1
|
Indira Gandhi (ইন্দ্রা গান্ধী) PG Scholarship for Single Girl Child (SGC)
|
2
|
Post Graduate Scholarship for University Rank Holder candidate (URH)
|
3
|
Ishan Uday Special scheme for NER (North Eastern Region)
|
4
|
Post Graduate Scholarship for Professional Course for Schedule Caste/Schedule Tribe candidates (PGSPROF)
|
This guidelines of every scheme may be accessed at National Scholarship Portal. The students who are eligible and are admitted in the recognized in institutions, as per the guidelines, may submit their applications through National Scholarship Portal on its website-https://scholarships.gov.in/
Go to National Scholarship Portal for UGC Scholarships
The Portal (website) is open since 01.09.2020 and will be open for receiving application (আবেদন) for Fresh (new) as well as Renewals as per the following extended timelines:
Closing date for filing online applications by students
|
30th November,
2020
|
Closing
date for Verification of Applications by Institutions of students including
re-submission of defective applications
|
15th December, 2020
|
The students are advised to submit their online application well in time so that their institutions are able to verify applications with the prescribed timelines.
The eligible Institutions are also advised to verify application of their students immediately after receiving the applications on Portal. It would be in the interest of students, if all the applications are verified (যাচাই) by Institutions by 10th December, 2020, so that they are able to correct/rectify the defected applications.
Sd/- Prof. Rajnish Jain
Secretary, UGC
Date: 29.10.2020
...............................
State Level National Talent Search Examination-2021
রাজ্যস্তরে জাতীয় মেধা অন্বেষণ পরীক্ষা
পশ্চিমবঙ্গ সরকার বিদ্যালয় শিক্ষা অধিকার
ICA-1335(6)/2020
রাজ্যস্তরে জাতীয় মেধা অন্বেষণ পরীক্ষা 2021 এবং কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত জাতীয় সংহতি তথা মেধা বৃত্তি পরীক্ষা, 2020 আগামী 24.01.2021 (সংশোধিত তারিখ, ICA-1546(5)/2020) তারিখে অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গ-এর সকল স্বীকৃত/মাদ্রাসা এবং ODL মাধ্যমে দশম মানে পাঠরত ছাত্র-ছাত্রীরা উক্ত পরীক্ষায় বসার যোগ্য।ইচ্ছুক ছাত্র-ছাত্রীরা www.scholarship.wbsed.gov.in এ 05.11.2020 থেকে 01.12.2020 তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য www.banglrshiksha.gov.in এবং www.scholarship.wbsed.in- এ পাবেন।
Sd/- কমিশনার অফ স্কুল এডুকেশন
পশ্চিমবঙ্গ সরকার
...............................
Awarding scholarships to Disability students 2020-21
2020-21 শিক্ষাবর্ষে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি
(নবম শ্রেণী ও তদূর্ধ্ব )
ICA-1025(5)/2020
2020-21 শিক্ষাবর্ষে উপরোক্ত স্কলারশিপের জন্য নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। কেবলমাত্র দৃষ্টি-প্রতিবন্ধী, শ্রাবন-প্রতিবন্ধী, অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী এবং মানসিক প্রতিবন্ধীরা নিম্ন লিখিত শর্ত সাপেক্ষে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন।
(a) যথোপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধকতা বিষয়ক শংসাপাত্রের অনুলিপি আবেদন পত্রের সাথে সংযোজন করতে হবে।
(b) দরখাস্তকারীর পিতা-মাতা /অভিভাবকের যৌথ পারিবারিক বার্ষিক আয় অনধিক দুই লক্ষ টাকা হতে হবে। ছাত্র-ছাত্রীদের ব্যাঙ্কের একাউন্ট নম্বর এবং
IFSC Code আবেদন পত্রে উল্লেখ করতে হবে।
(c) অব্যবহিত পূর্বের শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় ন্যূনতম 40 (চল্লিশ) শতাংশ নম্বর পেতে হবে।
(d) রাজ্য /কেন্দ্রীয় সরকার প্রদত্ত অনুরূপ স্কলারশিপ এই অর্থবর্ষে পেয়ে থাকলে এই ক্ষেত্রে দরখাস্ত করতে পারবেন না।
(e) মিউজিক/ভোকেশনাল কোর্সের ক্ষেত্রে রাজ্য /কেন্দ্রীয় সরকার বা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠানে ট্রেনীং বা আয়প্রেন্টিসশীপও এর অন্তৰ্ভুক্ত।
(f) যে কোন কাজের দিনে সংশ্লিষ্ট জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক এর কার্যালয় বা নিকটবর্তী BDO-অফিস থেকে নির্ধারিত আবেদন পত্র বিনামূল্যে সংগ্রহ করে এবং তা য্থায্থভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র 12-ই নভেম্বর, 2020 এর মধ্যে জেলা জনশিক্ষা প্রসার আধিকারিকের কার্যালয়ে জমা করতে হবে।
(g) এই বিষয়ে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট জেলা জনশিক্ষা প্রসার আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাবে।
অধিকর্তা ও পদাধিকারবলে অতিরিক্ত সচিব
জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার
0 Comments
Please do not enter any spam link in the comment box